ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখ থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী–সমর্থকরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ২টার পরে শাহ আমানত সেতুর মুখে গোল চত্বরের আশপাশে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা সড়ক অবরোধ শুরু করে বিভিন্ন স্লোগান দেন। ‘ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর’–এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে আরও সংগঠনের কর্মী–সমর্থকরা এসে জড়ো হন। এসময় তারা জাতীয় পতাকা, হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষোভকারীরা ভারতবিরোধী ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রশাসনের এমন নীরবতা ও নিষ্ক্রিয়তা জনগণকে হতাশ করেছে। বিকেল সাড়ে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের কর্মীরা অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে যান। এরপর চট্টগ্রাম থেকে কঙবাজার, বান্দরবানসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলায় যানবাহন চলাচল শুরু হয়। এ ব্যাপারে মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, বিক্ষোভ চলাকালে শাহ আমানত সেতুতে চাপ কমাতে চালকদের পটিয়া ও টানেল রুট ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছিল।’ ইনকিলাব মঞ্চের কর্মীরা সড়ক থেকে সরে গেলে সাড়ে ৫টার পর চট্টগ্রাম থেকে কঙবাজার, বান্দরবানসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলায় যানবাহন চলাচল শুরু হয়।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে বলে জানান সংগঠনের নেতারা। একই দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মীরা গত শনিবার বিকালেও চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল।












