হাদি হত্যার বিচার দাবিতে চাকসুর বিক্ষোভ

চবি প্রতিনিধি | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। গতকাল শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে এ বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘ভারতের আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠুক আরেকবার’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা। সমাবেশে চাকসুর সহছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা বলেন, গত জুমায় হাদি ভাই আমাদের সঙ্গে ছিলেন কিন্তু এই জুমায় তিনি নেই, আমরা এখনো এটা মেনে নিতে পারছি না। আজ হাদি ভাইয়ের পরিবারকেই শহিদ পরিবারের কাতারে দাঁড়াতে হচ্ছে। আমরা হাদি ভাইয়ের আদর্শ গ্রহণ করব এবং প্রতিজ্ঞা করবপ্রয়োজনে জান দেব, কিন্তু জুলাই ছেড়ে দেব না। ইন্ডিয়া থেকে এনে হলেও খুনিদের বিচার করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাওলানা মোহাম্মদ হোছাইন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল