হাদি হত্যার বিচার দাবি

চবি আধিপত্যবাদ-বিরোধী শিক্ষক ঐক্যের মানববন্ধন

চবি প্রতিনিধি | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকবৃন্দ। গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনটি পালিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে এটি আয়োজন করা হয়। ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সমন্বয়কারী ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান। বক্তব্য রাখেন ইইই বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন,ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড.শাহাদাত হোছাইন, দর্শন বিভাগের অধ্যাপক মো.মোজাম্মেল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. শহীদুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটওয়ারী। বক্তারা বলেন সব ধরনের আধিপত্যবাদী শক্তির আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
পরবর্তী নিবন্ধদুর্ঘটনায় হতাহতদের মাঝে বিআরটিএর ক্ষতিপূরণের চেক বিতরণ