বাংলাদেশ মানবধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে সোমবার (২২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার, মহাসচিব মহিউদ্দিন স্বপন, ভাইচ চেয়ারম্যান আবু হানিফ, সিনিয়র যুগ্ম মহাসচিব নুর উদ্দিন খান সাগর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, প্যানেল আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান এপিপি প্রমুখ। সভায় বক্তাগণ দেশের চলমান মানবধিকার লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশ মানবধিকার উন্নয়ন ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হাদির খুনী ও ময়মনসিংহের ভালুকায় সংঘটিত ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার দাবি জানান। বক্তাগণ আরও বলেন, সবার আগে বাংলাদেশ, দেশে আইনের শাসন, নৈতিকতা ও মানবিক মূল্যেবোধের বিকল্প নেই। নেতৃবৃন্দ হাদীর বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন এবং ময়মনসিংহ ঘটনার জন্য নাগরিক সমাজকে সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












