হাদিস শাস্ত্রে ইমাম বুখারীর (রহ.)পাণ্ডিত্য ও অবদান অতুলনীয়

আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৯:২৮ পূর্বাহ্ণ

ইমাম বুখারী (রহ.) ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টার এবং বন্দর আদর্শ পাড়া বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসূল (.) ও বার্ষিক খতমে বুখারী শরিফ আলোচনা সভা গত বৃহস্পতিবার আদর্শ পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ইমাম বুখারী (রহ.) ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিশ পারা হাদিস শরিফ সংকলন হযরত ইমাম বুখারীর (রহ.) অনবদ্য কালজয়ী সৃষ্টি। হাদিস শাস্ত্রের ওপর তিনি আজীবন গবেষণা করে অভূতপূর্ব নজির স্থাপন করেছেন। তাঁর প্রণীত বুখারী শরিফ পাঠে ঈমানদার নবী ওলীপ্রেমী মানুষ হেদায়াত ও মুক্তির দিশা লাভ করবে। হাদিস শাস্ত্রে হযরত ইমাম বুখারীর (রহ.) অসীম পাণ্ডিত্য ও অবদান অতুলনীয় বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল্লামা ছৈয়দুল হক সাঈদ কাজেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মঈন উদ্দিন আশরাফী। ওলামামাশায়েখের মধ্যে বক্তব্য রাখেন জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, জামেয়ার উপাধ্যক্ষ ড. আল্লামা আ..ম লিয়াকত আলী, আল্লামা মহিউদ্দিন হাশেমী, . সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আযহারী, . আল্লামা সুলাইমান কাদেরী, . অধ্যক্ষ আল্লামা ইসমাঈল নুমানী, . আল্লামা তোয়াহা মুহাম্মদ মুদ্দাস্‌সির, উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজিজ আনোয়ারী, আল্লামা সৈয়দ মুহাম্মদ মঈনুদ্দিন হেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈমানি চেতনায় জেগে উঠার প্রধান শক্তি আহলে বায়তে রাসুল (দ.)
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম কলেজের শিক্ষকদের সাথে মনজুর আলমের বৈঠক