ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্লাটফর্মটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, ওসমান হাদির হত্যাকারী কারা, সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন–এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না। ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও তাদের মদদদাতাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।
গতকাল সোমবার বেলা ১২টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। এফবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। খবর বিডিনিউজের।
জুলাই গণঅভ্যুত্থান অনুপ্রাণিত প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের বলেন, অতি দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন। ওসমান হাদির বিচার হবে না; কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের সাথে বসে লিঁয়াজো করতে হবে–এমন টিম ওসমান হাদি বানিয়ে যান নাই।
হাদির হত্যার বিচারে ৩ দাবি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্নের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আগামীকাল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদী শপথ ঘোষণা করছি। আগামীকাল বিকাল ৩টায় শহীদ হাদী চত্বরে, শাহবাগে আমরা সমবেত হব। জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী যারা গুম–খুনের শিকার হয়ে শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদী শপথ পড়ব। সমাবেশ থেকে তিনি তিন দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে : ১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি ও নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে। ২. গোয়েন্দা সংস্থার মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। ৩. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে হাদি হত্যার দায় নিয়ে পদত্যাগ করতে হবে।












