হাদির খুনিরা দেশ, গণতন্ত্র ও ইসলামের শত্রু

মহানগরী জামায়াতের দোয়া মাহফিলে আমির

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তারা দেশ, গণতন্ত্র এবং ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

গতকাল শুক্রবার বাদে জুমা বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মসজিদে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার অকুতোভয় সেনানি হাদিকে হত্যা করা হয়েছে আধিপত্যবাদের নীল নকশার অংশ হিসেবে। চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করে দেওয়ার লক্ষ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

কাজেই খুনিরা দেশের শত্রু। তবে খুন করে কখনো চেতনা ধ্বংস করা যায় না। শহীদ হাদির রক্ত বৃথা যাবে না। ৩৬ জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ পুনরায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে। দোয়া মাহফিলে বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও বিআইএ মসজিদের খতিব হযরত মাওলানা সাফওয়ান বিন হারুন আজহারী। দোয়া মাহফিলে মসজিদের শত শত মুসল্লীরা শরীক হয়ে হাদির জন্য কান্না বিজড়িত কণ্ঠে দোয়া করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে যুবলীগ নেতা আবদুল জব্বার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম