হাদির খুনিচক্রের বিচার নিশ্চিত করা ছাড়া স্বস্তির পরিবেশ ফিরবে না

মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে আমির

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের ক্ষণজন্মা নেতৃত্ব। মাত্র বত্রিশ বছরের সেই সাহসী যুবকের আগুনঝরা বক্তব্য সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্তকে নাড়া দিয়েছে। চব্বিশের জুলাই শহিদদের মর্যাদা ও অধিকার রক্ষা, ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির আইকন হয়ে উঠেছিলেন তিনি। শহীদ ওসমান হাদির খুনিচক্রের বিচার নিশ্চিত করা ছাড়া স্বস্তির পরিবেশ ফিরবে না।

গতকাল দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আগামী ৩ জানুয়ারি শনিবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার জন্য চট্টগ্রামবাসীসহ দেশবাসীকে আহ্বান জানান।

অধিবেশন আরও বক্তব্য দেন, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরী সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান ও এস এম লুৎফর রহমান, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল, . আ ম ম মাসরুর হোসাইন, . আব্দুল মোতালেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি বন্দরটিলা ইউনিট শাখার অভিষেক
পরবর্তী নিবন্ধইসলামী ছাত্র আন্দোলন নগর কমিটির সভা