হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

ড. ইউনূসকে ফোন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে তার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা সম্পর্কে তুলে ধরেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসি বাংলা ও বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত পৌনে ৯টার দিকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। এর আগে ইনকিলাব মঞ্চ বুধবার নিজেদের ফেসবুক পেইজে এক বিবৃতিতে গুলিতে আহত শরিফ ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অংশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছিল। এতে বলা হয়, মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশন করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সার্বিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় মস্তিষ্কে এখনই অপারেশন করা সম্ভব হচ্ছে না। হাদির চিকিৎসার সব খরচ বাংলাদেশের সরকার বহন করছে বলেও আরেকটি বার্তায় জানানো হয়েছে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপাচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা