মহেশখালীতে শহীদ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নুরুল আব্বাস (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। গ্রেপ্তার নুরুল আব্বাস কুতুবজোম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৈলারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উক্ত গ্রামের আবুল কালামের পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মুজিবর রহমান জানান, শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ফেসবুকে উস্কানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগের ভিত্তিতে মহেশখালী থানার এএসআই লিংকন ও এএসআই উত্তম বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নুরুল আব্বাসকে গ্রেপ্তার করে। কারণ তার পোস্টের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












