হাদিকে গুলির ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র : ফখরুল

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৪৪ পূর্বাহ্ণ

ঢাকা৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে এক আলোচনা সভায় ওই ঘটনায় দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে ধরে তিনি বলেন, গতকালকে (বৃহস্পতিবার) নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে। আজকে একজন প্রার্থীকে গুলি করা হয়েছে ঢাকা৮ আসনের হাদি সাহেব, ইনকিলাব মঞ্চের প্রার্থী। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একটা অশনিসংকেত দেখতে পাচ্ছি যে, নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করে দিয়েছে। খবর বিডিনিউজের।

এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা দাবি জানিয়ে ফখরুল বলেন, সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে, অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন। এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আমরা মনে করি, এটা একটা চক্রান্তের অংশ। এটা এখন বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব।

পূর্ববর্তী নিবন্ধহাদীকে গুলির ঘটনায় এবি পার্টির উদ্বেগ
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ