হাথুরুসিংহের বিকল্প খোঁজার ঘোষণা বিসিবি সভাপতির

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১২:০০ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহের বিষয়ে আলোচনা আর সমালোচনার যেন শেষ নেই। তাই গতকাল বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে একটা প্রশ্ন অবধারিতই ছিল ফারুক আহমেদের জন্য। তা ছিল কোচ হাথুরুসিংহের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে নতুন সভাপতি। দীর্ঘ সংবাদ সম্মেলনের মাঝখানে প্রশ্নটি হলো। এর মধ্যে মুখে এক চিলতে হাসি এলো ফারুক আহমেদের। একসময় প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে। এখন তিনি বিসিবিতে ফিরেছেন সভাপতি হয়ে। এসব নিয়ে বলতে গিয়ে এক পর্যায়ে ফারুক বলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। নেওয়ার মালিকও তিনি। সে সাথে জানালেন হাথুরুসিংহেকে নিয়ে তার অবস্থানও। সভাপতি হওয়ার গুঞ্জন যখন জোরালো তখন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ফারুক। ওখানে তিনি জানিয়েছিলেন, হাথুরুসিংহের বিদায় চান তিনি। এমনকি এর জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করতেও রাজি আছেন। দ্বিতীয়বার জাতীয় দলের কোচ করে তাকে ফেরানোকেও ‘ব্লান্ডার’ হিসেবে উল্লেখ করেন তিনি। নিজের ওই অবস্থানে অটুট আছেন বলে গতকাল বুধবার বিসিবি সভাপতি হওয়ার পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফারুক। তিনি বলেন চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি । হাথুরুর বিদায় চান তিনি । এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো। তার চাইতে ভালো কাউকে পাই কি না। কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো। এরপর বাকিদের সাথে আলাপ করবো। সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নিবো। তারপরে আসলে সিদ্ধান্ত নেব। তবে একটা পরিষ্কার বলে দিতে চাই আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির চেয়ারম্যান হতে যাচ্ছেন ভারতের জয় শাহ
পরবর্তী নিবন্ধদেশের বাইরে থেকে সাকিব খেলতে পারবেন কি না, সিদ্ধান্ত নেবে বোর্ড