হাথুরুসিংহের ডাকে সিডনি যাচ্ছেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

মিরপুর টেস্ট চলাকালে মুমিনুল হক বাংলাদেশের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের একটি বার্তা পেয়েছিলেন। তাতে লেখা, ‘তোমার জন্য ক্লাবের ব্যবস্থা হয়ে গেছে।’ সেই ক্লাবের নাম ব্ল্যাকটাউন গ্রেড ক্রিকেট ক্লাব। সিডনির গ্রেড ওয়ান ক্রিকেটে খেলে এই দল। সিডনির গ্রেড ক্রিকেটের পরিচিতি একটু আলাদা। ১৩২ বছর পুরোনো এই টুর্নামেন্টকে ক্রিকেটীয় মান ও প্রতিদ্বন্দ্বিতার কারণে এটিকে অনেকে বলে থাকেন ‘সিডনি টেস্ট ক্রিকেট।’ সেখানেই এবার মুমিনুলের ঠিকানা ব্ল্যাকটাউন ক্লাব। ব্ল্যাকটাউন ক্লাবের বয়স সিডনির গ্রেড ক্রিকেটের প্রায় সমান। সেই ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবটি। তবে গ্রেড ক্রিকেটে অংশ নিচ্ছে তারা ২৩ বছর ধরে। এই ক্লাবের সঙ্গে মুমিনুলের যোগাযোগের সূত্র হাথুরুসিংহে। অভিজ্ঞ এই ব্যাটার বললেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর বাংলাদেশের তো অনেক দিন টেস্ট নেই। ভাবছিলাম যে, বিপিএলে যদি দল না পাই, তাহলে অনেক দিন কোনো খেলা নেই। হাথুরুসিংহেকে বলেছিলাম, কোনো জায়গায় খেলার ব্যবস্থা করে দেওয়া যায় কি না। অনেক ক্লাবের সঙ্গে তার জানাশোনা। তিনি শুরুতে কিছু খোঁজখবর নিয়ে বলেছিলেন, আমার সূচির সঙ্গে মিলিয়ে কোনো ক্লাব পাওয়া যাচ্ছে না। পরে মিরপুর টেস্ট চলার সময় তিনি জানালেন, একটি ক্লাব আগ্রহ দেখিয়েছে।’ বিপিএলের নিলামে রোববার শুরুতে দল না পেলেও পরে পেয়ে গেছেন মুমিনুল। ২২ লাখ টাকায় তিনি খেলবেন সিলেট টাইটান্সে। তবে সিডনিতে যাওয়ার পরিকল্পনা তাতে বাদ দেননি। যদিও ব্ল্যাকটাউনের হয়ে লম্বা সময় খেলার পরিকল্পনাটা কাটা পড়েছে বিপিএলে দল পেয়ে যাওয়ায়। ‘তিনটি একদিনের ম্যাচ খেলব আমি। আরও কিছু ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু বিপিএলের কারণে চলে আসব ২১ ডিসেম্বর। ওখানে দুই দিনের ম্যাচগুলি খুব ইন্টারেস্টিং হয়। এক সপ্তাহের উইকএন্ডে প্রথম দিনের খেলা, পরের সপ্তাহের উইকএন্ডে দ্বিতীয় দিনের খেলা। খুবই কোয়ালিটি ক্রিকেট হয়। তবে সময়ের কারণে এবার পারছি না।’ ‘সিডনির গ্রেড ক্রিকেট নিয়ে আগেও শুনেছিলাম যে খুব ভালো ক্রিকেট হয়। হাথুরুসিংহেও বলেছেন। আমিও কিছুদিন ধরে ভিডিও দেখছি, খুবই ভালো ক্রিকেট হয়।’ এবারের মৌসুমে সেখানকার বিভিন্ন দলে খেলছেন কলিন মানরো, মোইজেস হেনরিকেস, অলিভার রবিনসনরা। সেখানে এবার যোগ হচ্ছেন মুমিনুল। বুধবার দেশ ছাড়ছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। এই কারণেই জাতীয় লিগের চলতি রাউন্ডে তিনি খেলছেন না। কয়েক মাস আগে আরেক দফায় সিডনিতে গিয়েছিলেন মুমিনুল। তার স্ত্রীর একটি প্রয়োজনও ছিল সেখানে। সেই সময় হাথুরুসিংহের সঙ্গে ব্যাটিং নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন মুমিনুল। বেশ কিছু ওয়ানঅনওয়ান সেশন করে নিজের ব্যাটিং ঝালাই করেছেন। দুই দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করা এই লঙ্কানের সঙ্গে এবারও কাজ করতে পারেন মুমিনুল।

পূর্ববর্তী নিবন্ধহোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টি-টেন ক্রিকেটে কাশবন একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ‘সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ’