আমি যখন তোমার হাতের মুঠোয় থাকি,
তখন পৃথিবীর তাবৎ নিয়মকে অনিয়ম করে ফেলি,
নিজের খাম খেয়ালী মতো সব কিছু উদযাপন করি!
তোমার সাহসে আমি এমন দু:সাহসী হয়ে উঠতে পেরেছি!
আমার গৃহ নেই, তুমি আমার বসত ঘর!
আমার কোনো আশ্রয় নেই, তুমি আমার আশ্রম!
আমার কোনো আকাশ নেই, তুমি আমার দিগন্ত জোড়া রংধনু!
আমার কোনো মেঘের বহর নেই, তুমি আমার মেঘের মায়াময় সুখ!
আমি কখনো ফুল ছুঁতে পারিনি,
তুমি আমার আঙুলে ফুল হয়ে জড়িয়ে থাকো!
খুনসুটির ছলকলায় তুমি কেবলই উত্তাল সমুদ্র হয়ে ওঠো!
আমি হয়ে যাই দুর্নিবার লোভী একজন হিংস্র ডুবরী!
ডুবে যাই সমুদ্র তলদেশে অজানাকে অবিষ্কার করতে,
খুঁজে আনি একচল্লিশটি নীল চিংড়ি, এ্যকুরিয়াম ফিস,
আরও অনেক নামহীন অজানা উদ্ভিদ!
তুমি বাঁকা চোখে হাসো।
হেসে হেসে বলো– এসব আর এমন কি?
তোমাকে আমার পুরো সমুদ্রটাই দান করে দিলাম,
শুধু আমার হাতের মুঠোয় থাকো!