সাতকানিয়ায় হাতি-মানুষের সংঘাত নিরসনে সচেতনতা মূলক কর্মশালা গতকাল শনিবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের উদ্যোগে বাজালিয়া বড়দুয়ারা ফরেস্ট বিট কাম চেক স্টেশনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. খোরশেদ আলম। পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বড়দুয়ারা ফরেস্ট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ছদাহা ইউপি সদস্য হামিদা বেগম, মাহাবুল আলম ও মো. আলী।












