হাতি-মানুষের সংঘাত নিরসনে পটিয়ায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ পটিয়া বন রেঞ্জ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম, পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, বরগুনির বিট কর্মকর্তা মো. আলমগীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, কৃষক, দিনমজুর, হেডম্যানসহ উপকারভোগীরা। সভায় লোকালয়ে হাতি ঢুকে গেলে করণীয় এবং যা করা যাবে না তা নিয়ে আলোচনা করা হয়।
বনবিভাগের কর্মকর্তারা জানান, হাতি দ্বারা ক্ষয়ক্ষতি পূরণে বন রক্ষকরা বদ্ধপরিকর। হাতি ও মানুষের সংঘাত নিরসনে কর্ণফুলী আনোয়ারাসহ বিভিন্ন স্থানে এ ধরনের সচেতনতামূলক সভার আয়োজন করা হবে। উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন স্থানে হাতি ও মানুষের মধ্যে বিভিন্নভাবে সংঘাত সৃষ্টির কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গুলিতে বন্যপ্রাণী হাতি মারা যাচ্ছে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।