হাতিরঝিলের হাত-পা বাঁধা লাশটি চট্টগ্রামের শিক্ষার্থীর

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

ঢাকার হাতিরঝিল থেকে হাত-পা বাঁধা যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তার পরিচয় মিলেছে। নিহতের নাম আজিজুল ইসলাম মেহেদী (২৪)। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বাউরিয়ায়। গত সোমবার সকালে হাতিরঝিলের রামপুরা অংশের লেক থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। তখন তার পরিচয় কেউ জানাতে পারেনি।
হাতিরঝিল থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা গতকাল মঙ্গলবার রাতে বিডিনিউজকে বলেন, স্বজনরা মঙ্গলবার মর্গে এসে মেহেদীর লাশ শনাক্ত করে এবং রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে। মেহেদীর স্বজনরা পুলিশকে জানিয়েছেন, গত ১০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন তিনি। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও ছিল বন্ধ।
এক প্রশ্নের জবাবে এসআই নিয়াজ বলেন, কী কারণে এবং কেন সে ঢাকায় এসেছিল, তা স্বজনরা বলেনি। লাশ উদ্ধারের পর এই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধস্কুল-কলেজে সব শিক্ষকের আসা বাধ্যতামূলক নয়
পরবর্তী নিবন্ধপ্রাথমিকের সব শিক্ষকের বেতন ত্রয়োদশ গ্রেডে দেওয়ার নির্দেশনা