হাতিয়া যাওয়ার পথে সন্দ্বীপ চ্যানেলে ট্রলারডুবি

| বুধবার , ৫ জুন, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে হাতিয়া যাওয়ার পথে সাগরের সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে একটি ট্রলার। গতকাল মঙ্গলবার সকালে মোহনা পার হয়ে সন্দ্বীপ চ্যানেলে প্রবেশের পরপরই ট্রলারটির তলা ফেটে যায়। সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, ট্রলারটি ভোর রাতে চট্টগ্রামের চাক্তাই থেকে মুদিসহ বিভিন্ন মালামাল নিয়ে হাতিয়া ও ভাসানচরের উদ্দেশ্যে রওনা করে। ট্রলারটি মোহনা পাড় হয়ে সন্দ্বীপ চ্যানেলে প্রবেশের পর ঝড়ো হাওয়া ও স্রোতের কারণে তলা ফেটে ডুবতে শুরু করে। খবর বিডিনিউজের।

ওসি জানান, ট্রলারে থাকা মাঝি মাল্লাদের আশেপাশের ট্রলারগুলো টেনে তোলেন। পরে ট্রলারটি অন্য আরেকটি ট্রলারের সাথে বেঁধে নেওয়ার চেষ্টা করলে পুরোপুরি ডুবে যায়। ওই ট্রলারে বিভিন্ন ধরনের প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল বলে দাবি করেছে ট্রলারের লোকজন।

নোয়াখালীর হাতিয়া, ভাসানচরসহ বিভিন্ন চরাঞ্চলের নিত্যপ্রয়োজনীয় মালামাল সেখানকার ব্যাবসায়ীরা সাধারণত চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কিনে নিয়ে যান। নৌপথেই সেসব পণ্য পরিবহন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপুরোদমে চালু হচ্ছে পিসিটি
পরবর্তী নিবন্ধডাকাত ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু