হাড্ডাহাড্ডি লড়াইয়ে চীনকে হারালো বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

এশিয়ান পুরুষ অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে আবারও চমক দেখিয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়েছে। হয়েছে পঞ্চম। বাহরাইনের রিফাফা ইনডোর স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারায় চীনকে।
চীনের বিপক্ষে স্থান নির্ধারণী এই ম্যাচের প্রথম দুই সেট জিতে নিয়েছিল বাংলাদেশ। প্রথম সেট জিতেছিল ৩২-৩০ পয়েন্টে এবং দ্বিতীয় সেট জিতেছিল ২৫-১৯ পয়েন্টে। এরপর ছন্দপতন। পরপর দুই সেট জিতে যায় চীন। তৃতীয় সেট জেতে চীন ২৫-২৩ পয়েন্টে এবং চতুর্থ সেট ২৫-২২ পয়েন্টে। দুই দল দুটি করে সেট জেতায় ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। এই সেটও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এক পর্যায় ১৩-১৩ পয়েন্টে থাকায় ম্যাচ হয়ে যায় ফিফটি ফিফটি। এরপর বাংলাদেশ দুটি পয়েন্ট নিয়ে ১৫-১৩ ব্যবধানে পঞ্চম সেট জিতে নেয়। ৩-২ সেটে চীনকে হারিয়ে বাংলাদেশ হয় টুর্নামেন্টে পঞ্চম। বাংলাদেশ এর আগে সেমিফাইনালে কোরিয়ার কাছে হারলে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়।

পূর্ববর্তী নিবন্ধদুবাই ওপেন দাবার প্রথম রাউন্ডে বাংলাদেশের জয়
পরবর্তী নিবন্ধশেখ রাসেল ক্রিকেটে কোয়ালিটি সেমিফাইনালে