হাডসন নদীতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, তিন শিশুসহ নিহত ৬

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, বিধ্বস্ত হেলিকপ্টারে পাঁচ সদস্যের একটি স্প্যানিশ পর্যটক পরিবার ছিল; যাদের সবাই মারা গেছেন। মারা যাওয়া ষষ্ঠ জন হচ্ছেন হেলিকপ্টারের চালক। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে বলেছেন, “নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।” নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিস বলেছেন, নিহতদের পরিবারকে জানানোর আগে তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ভিডিও ফুটেজে হেলিকপ্টারটিকে আকাশ থেকে উল্টো হয়ে হাডসন নদীতে পড়তে দেখা গেছে। কর্মকর্তারা বলছেন, নিউ জার্সির উপকূল ধরে উড়ে যাওয়ার পথে জর্জ ওয়াশিংটন সেতুর কাছে বাঁক নেওয়ার সময় সম্ভবত হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। নিউ ইয়র্ক হেলিকপ্টারস কোম্পানির ছোট এই আকাশযানটি স্থানীয় সময় বেলা ৩টার দিকে ম্যানহাটনের ডাউনটাউন স্টকাইপোর্ট থেকে উড়াল দিয়েছিল। বেলা ৩টা ১৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী নৌযান ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানিয়েছেন নিউ ইয়র্কের ফায়ার কমিশনার রবার্ট টাকার। খবর পাওয়ার পর অল্প সময়ের মধ্যে পানিতে নামেন ডুবুরিরা। ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে উদ্ধারকর্মীরা দুর্ঘটনার শিকার কিংবা বেঁচে যাওয়ার সন্ধানের পাশাপাশি জীবন রক্ষাকারী ব্যবস্থা নেয়। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। কর্মকর্তারা বলেছেন, ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। বাকি দুইজনের মৃত্যু হয় কাছের একটি হাসপাতালে। নদীর যে অংশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি ম্যানহাটনের পশ্চিমে। জায়গাটি বিভিন্ন দোকান এবং খাবারের জন্য বেশ পরিচিত। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাসও কাছাকাছি অবস্থিত।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিসস্ট্রেশন (এফএএ) বলেছে, দুই পাখার বেল২০৬ মডেলের হেলিকপ্টারটির দুর্ঘটনায় পড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছরে দুবাইয়ে ধনীদের সংখ্যা বেড়েছে ১০২ শতাংশ
পরবর্তী নিবন্ধশুল্কযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইইউকে একজোট হওয়ার আহ্বান চীনের