চট্টগ্রাম–৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা দলের সভাপতি নাছরীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নওশিন আরজান হেলাল। প্রধান অতিথির বক্তব্যে নওশিন বলেন, বাংলাদেশের নারী সমাজের উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সারা বিশ্বে সমাদৃত। মেয়েদের অবৈতনিক শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, শহীদ জিয়ার প্রবর্তিত তৈরি পোশাক খাতের সমপ্রসারণ, আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক ও বেসামরিক বাহিনীতে নারী নিয়োগ সরকারি বেসরকারি খাতে নারীর কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরীসহ নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার সরকার তথা বিএনপি সরকারের অভূতপূর্ব সাফল্য তুলে ধরে নওশিন বলেন, নারীদের প্রকৃত উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করতে এবার বিএনপিকে বিজয়ী করতে হবে। দীর্ঘদিন পর আমাদের মা বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে পারবে বলে উল্লেখ করে নওশিন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মা বোনদেরকে মিলেমিশে মীর হেলালকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। ধানের শীষের প্রার্থী মীর হেলাল বিজয়ী হলে হাটহাজারীর প্রতিটি গ্রামের সমস্যা বিশেষত নারী সমাজের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে বলে উল্লেখ করে মিসেস হেলাল বলেন হাটহাজারী হবে নারী সমাজের নিরাপদ আাবাসস্থল। এর আগে তিনি এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষের প্রার্থী মীর হেলালের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মালা বেগম, সেলিনা আক্তার, রহিমা আক্তার, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম, ডলি আকতার, দিলু আরা বেগম, আকতার বানু, হোসনে আরা, জান্নাতুল ফেরদৌস, নিলুফার ইয়াছমিন, তাসনিম আক্তার, তানজু আক্তার, রোকসানা, আয়েশা সুলতানা, সুমা আক্তার, হাসিনা বেগম, সুমী বড়ুয়া, সোমা শীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











