হাটহাজারী সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার (সিলেট জেলা সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার) পারভীন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-৬ এ রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব গোলাম সরোয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
জানা যায়, সাবেক সাব রেজিস্ট্রার পারভীন আক্তারের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ, সিলেট মহানগর স্পেশাল: ০৬/২০২০ নম্বর মামলায় অভিযোগপত্র গ্রহণকরতঃ দণ্ডবিধি-এর ৪২০/৪০৬/৪০২/০৬/৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং The Prevention of Corruption Act, 1947 এর 5(2) ধারার অপরাধ আমলে গ্রহণ করেন, সেহেতু অভিযুক্ত সাব-রেজিস্ট্রার পারভীন আক্তারকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর খারা ৩৯(২) মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি সাময়িক বরখাস্তকালীন নিবন্ধন অধিদপ্তর-এ সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্ত হবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।