হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. জুলহাস উদ্দিন চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে
সংশ্লিষ্ট ইউপি সদস্য খোকন মেম্বার নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত জুলহাস উপজেলার ২নং ধলই ইউনিয়নের হাধুরখীলস্থ মোজাফফর চৌধুরী বাড়ি মৃত আবুল হোসেন ফরেস্টারের পুত্র।
স্থানীয় আবদুল আওয়াল রোকন জানান, এক পুত্র ও এক কন্যা সন্তানের পিতা জুলহাস উদ্দিন রবিবার (২৫ আগস্ট) রাতে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের সৈয়দ কোম্পানি ঘাটা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়া উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিকে আজ সোমবার বিকালের দিকে উপজেলার হাধুরদিঘী পাড়স্থ ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে মরদেহ তার পারিবারিক কবরস্থান দাফন করা হয়।