দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল শুক্রবার তিনি মাদ্রাসা পরিদর্শনে এসে সেখানে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফীর কবর জেয়ারত করেন। মসজিদে জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, আমি হাটহাজারী মাদ্রাসায় এসেছি হেফাজতের সাবেক আমির আল্লামা শফির কবর জেয়ারত ও অসুস্থ হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবু নগরীকে দেখতে এবং দোয়া নিতে। তিনি তার বক্তব্যে আরো বলেন, আল্লামা শফির মৃত্যু নিয়ে পরিবারের পক্ষে করা মামলা আইন অনুযায়ী চলবে। প্রধানমন্ত্রীর জন্য দোয়ার আহ্বান জানান।
এ সময় ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব (হজ্ব) আব্দুল হামিদ জমারদার, ইফার মহাপরিচালক ফারুক আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ও হেফাজতের আমির জুনাইদ বাবু নগরী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা ইয়াহইয়া, মুফতি জসিম উদ্দিন আনোয়ার শাহ্ আজহারী প্রমুখ। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেন। ধর্ম প্রতিমন্ত্রী মাদ্রাসায় প্রবেশের সময় ইফা হাটহাজারী উপজেলা শাখার পক্ষ থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। মন্ত্রীর সথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন, চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।