হাটহাজারী মাদ্রাসায় ভর্তিতে শর্ত

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২১ মে, ২০২১ at ১:০৮ অপরাহ্ণ

হাটহাজারী বড় মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৩০ মে। এবারে এই মাদ্রাসায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আরোপ করে দিয়েছে।
গত ১৮ মে (২০২১-২০২২) শিক্ষাবর্ষে ভর্তির জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞতিতে এসব নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।
শর্ত সমূহের মধ্যে রয়েছে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না।
মাদ্রাসায় স্মার্টফোন ব্যবহার করা যাবে না। এছাড়া সামাজিক মাধ্যমে শিক্ষার্থীরা কোনো পোস্ট দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সাধারণ ফোন ব্যবহারের সুযোগ থাকবে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত।
আইন-শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রমে জড়িত থাকা যাবে না।
যদি এরকম কোনো সংবাদ কর্তৃপক্ষের গোচরীভূত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ তালিমুল ইলমের মান সম্পন্ন হতে হবে, চলাফেরা করতে হবে ইসলামী শরীয়া মতে।
সম্প্রতি নানা ইস্যুতে কওমি আলেমদের সঙ্গে সরকারের চলমান সংকট নিরসনে এবং সরকারের চাপের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধ১১ দিনের ধ্বংসযজ্ঞ শেষে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের
পরবর্তী নিবন্ধ১৯ ঘন্টা পর ভেসে উঠলো সেই কলেজ ছাত্রের লাশ