হাটহাজারী মাদ্রাসায় পিবিআইয়ের তদন্ত দল

হেফাজতের সাবেক আমীর শফির মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৩:৫৬ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি-এর মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে আদালতে তার শ্যালক কর্তৃক দায়ের করা মামলার তদন্তের জন্য আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা এগারোটার দিকে হাটহাজারী মাদ্রাসায় আসেন পিবিআই কর্মকর্তারা।
বিভাগীয় পুলিশ সুপার (পিবিআই) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে তদন্ত দলে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (পিবিআই) নাজমুল হাসান। সাথে ছিলেন হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
তদন্তদল হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাদ্রাসার অন্যান্য সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ও কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ্ আহমদ শফি গত ১৮ সেপ্টেম্বর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
১৭ ডিসেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মরহুমের শ্যালক বাদি হয়ে শফির মৃতুকে অস্বাভাবিক দাবি এবং আলোচিত ৩৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আদালত পিবিআইকে ১ মাসের ভেতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

পূর্ববর্তী নিবন্ধ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে মাহামুদুর রহমানের গণসংযোগ
পরবর্তী নিবন্ধপাহাড়তলী ওয়ার্ডে শাহাদাতের গণসংযোগ