হাটহাজারী মাদ্রাসার ১৪৪৪-৪৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি ১৪৪৪৪৫ হিজরি শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয় এ পরীক্ষা।

জামিয়ার শিক্ষা ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার হলে প্রায় পাঁচ সহস্রাধিক নতুন শিক্ষার্থী উম্মুল মাদারিসের নতুন শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। শরহে বেকায়া জামাত থেকে শুরু করে দাওরায়ে হাদীস পর্যন্ত এবং ইফতা, উলূমে হাদীস, তাফসির, আদব, দাওয়াহইরশাদ ও বাংলা বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদের পরীক্ষা গ্রহণ করা হয়।

জানা যায়, বেলা সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হওয়ার পর গতকাল বাদ যোহর থেকে নির্ধারিত পরীক্ষকগণ জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে বসে উত্তরপত্র দেখেন। পরে উত্তরপত্র যাচাই করে জামিয়ার সাধারণ বিভাগে দুই হাজার নতুন মেধাবী ছাত্রকে ভর্তির জন্য মনোনয়ন করা হয়। আজ রোববার সকাল ১০টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করে মনোনীতদের ভর্তি ফরম দেওয়া হবে। এছাড়া উচ্চতর বিভাগসমূহে উত্তীর্ণ ছাত্রদেরকে মেধাক্রম অনুসারে কোটাভিত্তিক ভর্তির অনুমোদন দেওয়া হবে। জামিয়া দারুল উলূম হাটহাজারীর শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, চলতি নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম গত ২৯ এপ্রিল শনিবার থেকে শুরু হয়। ইতিমধ্যে প্রথম জামাত থেকে শুরু করে দাওরায়ে হাদীস পর্যন্ত গত শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ জামিয়ার পুরাতন ছাত্র এবং জামিয়ার শিক্ষাকার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত (মুলহিকা) মাদ্রাসাসমূহের আবেদনকারী ছয় হাজার ছাত্রের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ওপর শেষ ভরসা রাখতে চাই
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটির মানবিক কাজ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে