হাটহাজারী মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আজ বাদ ফজর থেকে অনুষ্ঠিত হবে। একইদিন বা’দ ইশা বিগত বছরে দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হবে। ইতিমধ্যে মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি সনদপত্র প্রদান করা হবে।











