হাটহাজারী-মহেশখালীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:২৪ পূর্বাহ্ণ

হাটহাজারী ও মহেশখালীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। হাটহাজারী প্রতিনিধি জানান, ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ারমুখ ইছাবাপের বাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশু মো. মিরাদ (৪)। সে প্রবাসী মাসুুদুল আলমের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, মিরাদ তার পরিবারের সাথে নানা বাড়িতে বসবাস করতো। সকালে সে নূরানী মাদ্রাসায় পড়তে যায়। কিন্তু ছুটির পর এক পর্যায়ে মাদ্রাসার পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় মিরাদ। এ সময় অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মিরাদের নিজ বাড়ি উপজেলার পূর্ব মেখল ইউনিয়নে। রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মহেশখালী প্রতিনিধি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সিকদার পাড়া গ্রামে মসজিদের পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলো, ওই গ্রামের আলি আজগরের মেয়ে সালমা আক্তার (৪) ও জাহাঙ্গীর আলমের মেয়ে মাহিয়া আক্তার (৬)। স্থানীয়রা জানান, মাইন্নাবর মসজিদের পুকুর পাড়ে মা-বাবার অজ্ঞাতসারে খেলতে যায় শিশু সালমা ও মাহিয়া। এক পর্যায়ে পুকুরের ঘাটে হাত-পা ধুতে গিয়ে পানিতে পড়ে যায় সালমা। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যায় মাহিয়া। কিন্তু সেও পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাস্থলের আশপাশে লোকজন না থাকায় শিশু দুটি পুকুরের পানিতে ডুবে মারা গেলেও কেউ দেখতে পায়নি। পরে মাহিয়ার মা মেয়েকে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর ভাসমান লাশ দেখে চিৎকার শুরু করেন তিনি। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে দুই শিশুর লাশ উদ্ধার করে। মাতারবাড়ী ইউপি সদস্য মুজিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি
পরবর্তী নিবন্ধনানা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ আরিয়ান