হাটহাজারী বাস স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারী বাস স্টেশনে গতকাল রবিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ অঙিজেনহাটহাজারী সড়ক সমপ্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য প্রয়োজনীয় জায়গা সরকার অধিগ্রহণ করে। ইতোমধ্যে অধিগ্রহণকৃত জায়গার ক্ষতিপূরণও প্রদান করা হয়েছে। এরপর অধিকৃত জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করে সওজ। কিন্তু কেউ নিজেদের স্থাপনা সরিয়ে নেয়নি। তাই জনস্বার্থে সড়ক সমপ্রসারণের লক্ষ্যে গতকাল অধিগ্রহণকৃত জায়গার স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। বাস স্টেশনের দক্ষিণ পাশের মরা ছড়া খাল সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গতকাল উচ্ছেদ অভিযানে সওজর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় বিএনপি নেতৃবৃন্দের নালা পরিষ্কার অভিযান
পরবর্তী নিবন্ধপটিয়ায় সরকারি জায়গায় ভবন নির্মাণের অভিযোগ, স্থানীয়দের মানববন্ধন