হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা ফুটবল লিগে জয় পেয়েছে হাটহাজারী ফুটবল একাডেমি। গতকাল শুক্রবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি ও হাটহাজারী ফুটবল একাডেমি উভয় দল একাধিক গোল করার সুযোগ পেয়েও নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। নির্ধারিত সময়ের পরে খেলা টাইব্রেকারে খেলার সমতা আনে। আর সে টাইব্রেকারে হাটহাজারী ফুটবল একাডেমি ৩–২ গোলে জয় লাভ করে। টাইব্রেকারে হাটহাজারী ফুটবল একাডেমির পক্ষে গোল করেন মাহির, রিয়াদ, ইলিয়াস। ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির পক্ষে ইব্রাহিম ও সালমি। হাটহাজারী ফুটবল একাডেমির গোলকিপার মোহাম্মদ সাকিব টাইব্রেকারে ৩ টি শর্ট টেকিয়ে দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার প্রদান করেন এড্যহক কমিটির সদস্য আব্দুল মান্নান দৌলত। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির সদস্য মুজিবুল আলম চৌধুরী, খোরশেদ আলম শিমুল, সামিন রহমান, যুব উন্নয়ন অফিসের শরীফ হোসেন, খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী, কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, আবুল বশর, ফারুক, ফারুক, জাবেদ, নাহিদ, আইয়ুব, ইব্রাহিম প্রমুখ। আজ শনিববার বিকাল ৩ টায় নাজিরহাট ফুটবল একাডেমি ও মির্জাপুর ওবায়দুল্লাহ নগর পরষ্পরের মোকেবলা করবে।