হাটহাজারী ফায়ার সার্ভিসের দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারী ফায়ার সার্ভিস গত বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসের মহড়ার আয়োজন করেন। ‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যে দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন করা হয়। উপজেলার ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক মহড়ায় হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নেন। মহড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্নিনির্বাপন, পানিতে ডুবে যাওয়াদের উদ্ধারসহ নানা দুর্ঘটনা থেকে জীবন রক্ষার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা মহড়া পর্যবেক্ষণ করেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহৃত রোহিঙ্গা উদ্ধার গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চলছে প্রি-রামাদান এক্সিবিশন