হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো. জসিম উদ্দিন (বিএফএমএস)।
বুধবার (২১ জানুয়ারি) সকালের দিকে তিনি এ স্টেশনটি পরিদর্শন করেন।
এ সময় তিনি উক্ত ফায়ার স্টেশনের পরিদর্শনকালে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ও স্পেশাল ইকুইপমেন্টের বাস্তব অনুশীলন এবং জনবলের অপারেশনাল কাজে উৎসাহিত করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে সার্বিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা, যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মকর্তা-কর্মচারীদের কার্যনিষ্ঠা প্রত্যক্ষ করেন।
এর পূর্বে তিনি হাটহাজারী ফায়ার সার্ভিসের কার্যালয়ে এসে পৌঁছলে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভ্যর্থনা জানান এবং উপ-পরিচালক কে সালাম প্রদান করে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান।












