হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ স্টেশনটি পরিদর্শন করেন।
মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এসে এ স্টেশনের কর্মকর্তাকর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করেন। এর পূর্বে তিনি হাটহাজারী ফায়ার সার্ভিসের কার্যালয়ে এসে পৌঁছলে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভ্যর্থনা জানান।
তাঁর সাথে ছিলেন সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন বি এফ এম (চট্টগ্রাম), উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান।মহাপরিচালক কে সালাম প্রদান করে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান।