হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোজাম্মেল হক। গতকাল বুধবার তিনি পরিদর্শনে এসে কর্মকর্তা–কর্মচারীদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ফায়ার সার্ভিসের কার্যালয়ে এসে পৌঁছলে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভ্যার্থনা জ্ঞাপন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় উপ–পরিচালক এমডি আব্দুল মালেক (ভারপ্রাপ্ত), পরিচালক (প্রশাসন ও অর্থ) কে সালাম প্রদান করে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান।