হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৫১ পূর্বাহ্ণ

হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গরিব মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বিকালে সৈয়দ কোম্পানী সড়কস্থ আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এস.এম রাকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী ডা. মোহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মুহাম্মদ ইয়াকুব মিয়া। প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল কলেজের ইন্সট্রাক্টর (ইংরেজি) মুহাম্মদ রাশেদুল হাসান মুরাদ। বিশেষ বক্তা ছিলেন নাজির হাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এমরান হোসেন, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ এয়াকুব নবী, কাটির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ অছি উদ্দিন। অতিথি ছিলেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের উপদেষ্টা মুহাম্মদ মহসিন আলী, সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ সিরাজ উদ্দিন লিটন, ধলই আল্লামা শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের সাবেক সভাপতি মুহাম্মদ ওয়াহিদুল আলম। মুহাম্মদ নাহিম উদ্দিন রিকু ও মুহাম্মদ রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, মুহাম্মদ মঈনুদ্দীন রিফাত, এস.এম. সুলতান মাহমুদ তাহা, মুহাম্মদ নাঈমুর রিসাদ, মুহাম্মদ জাকারিয়া হাসান তানভির প্রমুখ।

মুহাম্মদ আবু ইউসুফ ইমন, মুহাম্মদ মাহমুদুল আমিন আরফাত, মুহাম্মদ মাহবুব উল্লাহ রাহাত, মুহাম্মদ ফরহাদ উদ্দিন মুন্না, মুহাম্মদ মাহমুদুর রহমান সাব্বির, মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, মুহাম্মদ জোনায়েদ হোসেন ইমন, মুহাম্মদ আবু সাঈদ শুভ, মুহাম্মদ জোবায়েদ হোসেন, মুহাম্মদ সাব্বির হোসেন জাহেদ ও মুহাম্মদ নাজমুল হোসেন হৃদয় প্রমুখ। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। ।

পূর্ববর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় ১০ ডেঙ্গু রোগীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা