হাটহাজারী পৌরসভায় প্রশাসক নিয়োগ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:১৪ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানকে হাটহাজারী পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার উপসচিব আবদুর রহমান স্বাক্ষরিত আদেশ বলে এই নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, হাটহাজারী পৌরসভার মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত পৌরসভার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৪২ এর উপধারা () অনুযায়ী ক শ্রেণিভুক্ত এই পৌরসভার প্রশাসক হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক এই পৌরসভার সার্বিক দায়িত্ব পালন ও কর্মকাণ্ড পরিচালনা করবেন। তিনি নিজ পদ হতে বদলি হলে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার কথা ও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের কাছে গতকাল বুধবার রাতে জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ ৩৮ ঘণ্টা বন্ধ ছিল এনআইডি সার্ভার
পরবর্তী নিবন্ধঋণের কিস্তির দুশ্চিন্তায় দিশেহারা কৃষক