হাটহাজারী পৌরসভার নতুন প্রশাসক হলেন ইউএনও

| শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

 

মশিউজ্জামান জনি

হাটহাজারী প্রতিনিধি ম

হাটহাজারী পৌরসভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানকে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সদ্য নিয়োগ প্রাপ্ত প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন মনজুরুল আলম চৌধুরী। তবে চলমান পরিস্থিতিতে হাটহাজারী পৌরসভার বর্তমান প্রশাসক মন্‌জুরুল আলম চৌধুরী কর্মস্থলে অনুপস্থিত থাকায় উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী উপজেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পক্ষে উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর১ শাখার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকাণ্ড পালন করবেন। এছাড়া তিনি নিজ পদ হতে বদলি হলে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করবেন। উল্লেখ্য, গত বছরের ১০ জুলাই এবিএম মশিউজ্জান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলার পরিপূর্ণ স্বাভাবিকতা জরুরি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে রোপা আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক