হাটহাজারীতে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বাদে আছর উপজেলা জামায়াতের উদ্যোগে পৌরসভা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মো. নুরনবী।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মিজানুর রহমান। হাটহাজারী পৌরসভা আমির মাষ্টার মাহমুদুল করিমের নেতৃত্বে এসময় পৌর জামায়াতের সেক্রেটারী আবু আহম্মদ, ফতেপুর ইউনিয়ন সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান তালিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ তার ঈমানী দায়িত্ব পালন করার জন্য এই গণসংযোগের কর্মসূচি হাতে নিয়েছে। সারা বাংলাদেশে এ গণসংযোগ চলছে। জামায়াত ইসলামী বাংলাদেশের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে, জামায়াতে ইসলাম ন্যায় ও ইনসাফ ভিক্তিক আমরা একটা সমাজ গঠন করতে চাই। যার মধ্যে আল্লাহ ভিতি আছে, সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে যদি এ সমাজ পরিচালনা করা যায় তবে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, অত্যাচার, সন্ত্রাসী রাহাজানি অপসারণ হবে। আমরা চাই উন্নয়ন সমৃদ্ধ শান্তির দেশ গড়তে। গত সতেরো বছর আমরা আমাদের ভোটাধিকার বঞ্চিত ছিলাম, সামনে ড.ইউনুস সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাতে আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারবো। এসময় বক্তারা সকলের প্রতি দোয়া কামনা করেন।
পরে সকলের উপস্থিতি পৌরসভার কাচারি সড়কে গণসংযোগ করেন এবং বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত এ গণসংযোগ পক্ষ গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।