হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতি লায়ন অশোক কুমার নাথের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন রিমন মুহুরী পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অলক মহাজন। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, স ম এনাম, মাস্টার পরিমল কান্তি দে। বক্তব্য রাখেন সহ সভাপতি বিবেকানন্দ রায়, রনজিৎ চক্রবর্তী, পাথ সারথী পাল, বিজয় দত্ত, বিপ্লব মুহুরী, লিটন ভট্টাচার্য, নারায়ন গৌস্বামী, পাচকড়ি শীল, সুজন তালুকদার, জয়টু শীল, দীপক মজুমদার, জগদীশ রুদ্র, হারাধন চৌধুরী, অরুন কুমার দে, পলাশ দে, ডা. রাসেল নন্দী, সুব্রত সেন টিংকু, লিটন নাথ, শিমুল মুহুরী, নিপু মালাকার, বনানী মজুমদার, ডা. জীবন চৌধুরী, অশোক কুমার দে, সুভাষ নাথ, সৃজন দাশ, উজ্জ্বল দে, তপন গোস্বামী, পন্কজ হাজারী, নয়ন দে, রিপন দাশ, সুভাষ চন্দ্র দে, প্রবীর চক্রবর্তী, রকি শীল, উওম বিশ্বাস, শিমুল আচার্য, মিন্টু আচার্য, যুবরাজ নাথ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।