হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলা বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মেলার কাজ বন্ধ করে দেন। উল্লেখ্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার দাবি করে বাংলাদেশ বেনারসি মুসলিম এন্ড জামদানি সোসাইটি নামে একটি সংস্থা হাটহাজারী সদরের পার্বতী স্কুল মাঠে বাণিজ্য মেলা করার জন্য স্টল এবং স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এ নিয়ে একাধিক পত্রিকায় সংবা্দ প্রকাশিত হয়। সরব হয়ে উঠে স্যোসাল মিডিয়া। আন্দোলনে নামে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম হাটহাজারী উপজেলা প্রশাসনকে মেলা বন্ধের নির্দেশ দেন। আর এর ফলে আন্দোলনকারীরা তাদের আন্দোলনের কর্মসুচিও স্থগিত করে। গতকাল নব নিযৃক্ত হাটহাজারী উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন মেলা বন্ধের বিষয়টি স্থানীয় ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকদের অবহিত করে। এরপর থেকে মেলায় তৈরি করা স্থাপনা সমুহ খুলে ফেলতে থাকে আয়োজকরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় সম্পুর্ন স্থাপনা খুলে ফেলা হয়েছে। কিছু কিছু বাঁশ এখনো রয়ে গেছে। সেগুলো আজকের মধ্যেই সরিয়ে ফেলা হবে বলে জানা গেছে। গতকাল উপজেলা নির্বাহি কর্মকর্তা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুর শুক্কুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আসলাম মোর্শেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য খোরশেদ আলম শিমুল, জাগৃতির সভাপতি মোঃ ওসমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’র সিনিয়র সদস্য এম নাজমুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুর মান্নান দৌলত ।