হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক দেবব্রত দাশ প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার সেনজী, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম হোসাইনী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আজম। এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।