হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির অভিষেক

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের অভিষেকে বক্তারা বলেছেন, সরকারি চিকিৎসা সেবার সাথে গ্রামের পল্লী চিকিৎসকেরা ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে। তাই এইসব পল্লী চিকিৎসকদের সেবার মান উন্নয়নে সরকারি সহযোগিতা খুবই প্রয়োজন।

গত সোমবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. সালাউদ্দিন। উদ্বোধন করেন মো. সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন ডা. মোহাম্মদ আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন কেশব কুমার বড়ুয়া। ডা. জুয়েল সেন ও ডা. মোহাম্মদ হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল, ডা. শহীদুল্লাহ চৌধুরী, প্রকৌশলী আজিজুল মোমিন, সৈয়দ মোহাম্মদ মাহফুজ, ওমর গনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো ডটলাইনস
পরবর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন