হাটহাজারী পরিবার পরিকল্পনা বিভাগের অ্যাডভোকেসি সভা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১১:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অ্যাডভোকেসি সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সেবা সপ্তাহ উপলক্ষে করনীয় বিষয় নিয়ে এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

ফতেপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিক্সন চৌধুরী। উপস্থিত ছিলেন ডা. কাউসার আক্তার পপি, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারবৃন্দ, পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ, পরিবার পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ।

আগামী ১৭ ডিসেম্বর থেকে সেবা ও প্রচার সপ্তাহ শুরু হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি’।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় মানবাধিকার ইউনিটির বিশ্ব মানবাধিকার দিবস পালন
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৮ প্রতিবন্ধী পেল নগদ অর্থ