হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওরিয়েন্টেশন কমিটির আহবায়ক অধ্যাপক অনোমদর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী (শাহীন)।
এ সময় তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ভাল ফলাফল ও সুনাগরিক হিসেবে নিজেকে তৈরির বিষয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। পাশাপাশি সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যক্তি জীবনে সাফল্যের মজবুত ভিত রচনার মাধ্যমে উন্নত জাতি গঠনে সফল অংশীজন হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন।
অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক এবং অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন ও উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক লিটন ভট্টাচার্য্য, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য, অধ্যাপক এস. এম. কাউছার, অধ্যাপক তপন কুমার নাথ ও অধ্যাপক মোসফেকা চৌধুরী। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মহিউদ্দীন, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক মিসেস শিরিন আকতার এবং অধ্যাপক মিসেস রোজী মজুমদার। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. দেলাওয়ার হোসেন।