হাটহাজারী থেকে রাঙ্গুনিয়ার এক ব্যক্তির লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১২:২২ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসভা এলাকা থেকে মো. আলী আকবর (৩৮) নাসের রাঙ্গুনিয়ার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কামাল পাড়ার একটি ভাড়া বাসার ছাদের এঙ্গেলে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশটি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ ঘাগড়ার ঘাগড়া খিলমোগলের বাদামতল এলাকার বাসিন্দা ছিদ্দিক আহমদের প্রবাসী পুত্র আলী আকবরের।

সূত্রে জানা যায়, আলী আকবর পরিবারের অমতে স্বামী পরিত্যক্তা দুই সন্তানের এক জননীকে বিয়ে করে উল্লেখিত এলাকার একটি বাসায় ভাড়ায় বসবাস করে আসছিল। নিজের ইচ্ছায় বিয়ে করায় পরিবারের কারো সাথে তেমন যোগাযোগ ছিলোনা ভিকটিমের। গত ৪ মাস পূর্বে সে প্রবাস থেকে দেশে ফিরে আসেন। গত কয়েক দিন আগে সে নিজ এলাকা রাঙ্গুনিয়া গিয়েছিল। সেখান থেকে হাটহাজারীর ভাড়া বাসায় ফিরে আসার পর তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

ঘটনার দিন সন্ধ্যায় বাসায় চা খেয়ে রুমে প্রবেশ করে সে। পরে রাতের খাবার খেতে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে সেই রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখা যায়। পরে রুমের দরজা ভেঙে দেয়া যায় আলী আকবর ঘরের তীরের এঙ্গেলের সাথে ঝুলে আত্মহত্যা করে ঝুলে আছে। পরে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী মডেল থানার উপপরিদর্শক আনিস জানান, সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে নিশ্চিত হওযা যাবে।

হাটহাজারী মডেল থানার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার