হাটহাজারী থেকে দেশীয় এক নলা বন্দুক উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৪৯ অপরাহ্ণ

হাটহাজারীতে বন বিভাগের অভিযানে বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় হাটহাজারী রেঞ্জাধীন মন্দাকিনী বিটের জঙ্গল উদালিয়া মৌজার বড়বিল টুনাইয়ের ডেবা নামক পাহাড়ে এ অভিযান চালিয়ে বন্দুকটি উদ্ধার হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এসময় বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে বন্যপ্রাণী শিকারীরা পাহাড়ের অজ্ঞাতস্থানে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বনপ্রাণী শিকার কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক এবং একটি হ্যান্ড ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

মন্দাকিনী বিটের বিট কর্মকর্তা সায়েম শাহরিয়ার অভিযানের সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যার দিকে সাংবাদিকদের জানান, উদ্ধার করা অস্ত্রটি হাটহাজারী মডেল থানার অস্ত্রাগারে হেফাজতে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু