হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়ায় সংঘটিত ডাকাতি মামলায় মো.নুর হোসেন প্রকাশ নুর মিয়া নুরাইয়া (৫২) নামের সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব ৭ এর সদস্যরা।
সোমবার (০৫ মে) বিকালের দিকে র্যাব ৭ এর দায়িত্বশীলরা গণমাধ্যম কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার লালিয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী মো. নুর হোসেন প্রকাশ নুর মিয়া নুরাইয়া উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মৃত জাফর আহাম্মদ প্রকাশ জাকির হোসেনের পুত্র।
জানা যায়, হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়ার মেখল রোড়ে ‘গাউছিয়া গ্রোসারি’ নামক প্রতিষ্ঠানে গত শনিবার ২৬ এপ্রিল রাত আড়াইটার দিকে মুখে মাস্ক পরিহিত চার দৃর্বৃত্ত প্রবেশ করে অস্ত্রের মুখে প্রতিষ্ঠান মালিক রাসেদকে জিম্মি করে ক্যাশ বক্স থেকে টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়ার সময় ভিকটিমের ভাই সেনা সদস্য শহিদুল ইসলাম সায়েম(২৫)বাঁধা দিলে ওই দৃর্বৃত্তদের গুলিতে সে আহত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ সেনা সদস্যের পরিবার গত ২৭ এপ্রিল একটি মামলা দায়ের করে। যার মামলার নং-২১। ওই মামলার সন্দেহভাজন পলাতক আসামী মো.নুর হোসেন হাটহাজারী থানাধীন লালিয়ার হাট এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার ৩ মে রাত সাড়ে ১১টার দিকে র্যাবের একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আসামী মো.নুর হোসেন প্রকাশ নুর মিয়া নুরাইয়া কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার সন্দেহভাজন পলাতক আসামী বলে স্বীকারোক্তি দেয়। পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী নুর হোসেন কে সোমবার সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে গত রবিবার (৪ মে) রাত ১২ টার দিকে আরেক অভিযানে র্যাব-৭ এর সদস্যরা চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-১৭(২)১৫, ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার জমগ্রাম এলাকার সুমন আহমেদের পুত্র সিরাজুল ইসলাম (৩৭) প্রকাশ সিরাজকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ফরিদাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। বর্তমানে সে সীতাকুণ্ড থানার ১০নং জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করতো বলে জানা গেছে।