হাটহাজারী থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৪

| শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারী থানা ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল। তিনি জানান, হাটাজারীতে প্রতিদিন আসামি গ্রেপ্তার করা হচ্ছে। হাটহাজারী থানা ভাঙচুর মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চারজন হেফাজেতের কর্মী বা মাদ্রাসার ছাত্র নয়। থানা ভাঙচুর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। খবর বাংলানিউজের
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গত শুক্রবার (২৬ মার্চ), শনিবার (২৭ মার্চ) ও রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের বিক্ষোভকালে বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় গত মঙ্গলবার রাতে থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। হাটহাজারী থানায় ভূমি অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এছাড়া হাটহাজারী থানায় হামলা ও ভাঙচুর, পুলিশ সদস্যকে আক্রমণ, স্থানীয় অস্ত্র ব্যবহারের জন্য এবং উপজেলা ডাকবাংলো ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় সেক্টরে সুন্নী ওলামার প্রতিনিধিত্ব দাবি
পরবর্তী নিবন্ধলকডাউনেও চলবে চসিকের জরুরি সেবা কার্যক্রম : মেয়র