হাটহাজারী থানা থেকে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা’, সাবেক শিবির নেতা গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

থানায় ঢুকে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. রায়হান (২৬) ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী কলেজ শাখার সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ফটিকা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খবর বিডিনিউজের।

হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, আলীপুর রহমানীয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষাথী খুনের ঘটনায় মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাতে থানায় এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের ধরতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন রায়হান এবং গ্রেপ্তার তিনজনকে তার হেফাজতে দিতে বলেন। থানায় পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণও করতে থাকেন।

ওসি বলেন, রাতে তাকে বুঝিয়ে থানা থেকে বের করে দেওয়া হলেও দুপুরে পুনরায় থানায় গিয়ে গ্রেপ্তার তিনজনকে তার হেফাজতে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এসময় পুলিশ তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি পুলিশকে ধাক্কা মারেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, রহমানীয়া স্কুলের শিক্ষকরা নিহত শিক্ষার্থীর বাড়ি গেলে রায়হান লোকজন নিয়ে তাদের অবরুদ্ধ করে অশোভন আচরণ করেন। পাশাপাশি কয়েক শিক্ষকের নাম ধরে তাদের গ্রেপ্তারের কথাও বলেন। আলীপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ঝগড়ার জেরে তানভীর নামে এক ছাত্রকে মারধর করেন তার সহপাঠীরা। পরে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধবিসিএসএ’র রিট, আইনি চ্যালেঞ্জের মুখে বর্ধিত ট্যারিফ
পরবর্তী নিবন্ধনিজের টাকায় কেনা ‘বাংলার প্রগতি’ যুক্ত হচ্ছে বিএসসির বহরে